এখনকার আবহাওয়াটাই হচ্ছে যেন রোদ-বৃষ্টির খেলা। হঠাৎ বৃষ্টি হচ্ছে—বেশ ঠান্ডাভাব, আবার হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে, তাতে গরম লাগছে। তাই এ সময়টায় বাসা থেকে বের হওয়ার আগে প্রস্তুতি নিয়েই বের হতে হবে। ‘সারা দিন যাদের বাইরে থাকতে হয় তাদের এমন পোশাক পরতে হবে, যেটা বৃষ্টিতে ভিজলে সহজে শুকিয়ে যাবে আবার রোদ উঠলে গরমে আরামদায়ক লাগবে’—এ সময়কার প্রস্তুতি নিয়ে বলছিলেন ফ্যাশন হাউস তহু’জ ক্রিয়েশনের ফ্যাশন ডিজাইনার তৌহিদা তহু।
- আপনার গন্তব্যস্থল কোথায়, সেটা বিবেচনা করে এ সময়টাতে পোশাক নির্বাচন করতে হবে।
- মেয়েদের জন্য যেসব কাপড় সহজে শুকায় হাফ সিল্ক, জর্জেট, হালকা সিল্ক ধরনের অর্থাৎ কৃত্রিম তন্তুর পোশাক এ সময় ব্যবহার করা যেতে পারে। কারণ এসব কাপড় বৃষ্টিতে ভিজে গেলেও শুকিয়ে যায় আবার গরমেও মানানসই হয়।
- তবে এ সময় রাজশাহী সিল্ক ব্যবহার না করাই ভালো। কারণ, বৃষ্টিতে কাপড় ভিজে গেলে তাতে কাপড়ের বুননের ক্ষতি হতে পারে।
- সাধারণত একরঙা কাপড় না পরে ছাপা কাপড় পরাটা ভালো। রংচঙে ছাপা কাপড় পরলে যদি বৃষ্টিতে ভিজেও যায়, তবু দেখতে অস্বস্তিকর মনে হয় না।
- পুরুষেরা গাঢ় রঙের সিনথেটিকের শার্ট পরতে পারেন। হালকা রঙের পোশাক হলে তাতে তিলা পড়ার আশঙ্কা বেশি থাকে। আবার কোনো দাগ লাগলে হালকা রঙের পোশাকে সহজে বোঝা যায়।
- মেয়েরা ফ্ল্যাট স্যান্ডেল পরলেও পায়ের ওপর আবরণী দেওয়া থাকে—এমন ধরনের স্যান্ডেল পরতে পারেন। তাতে কাদা লাগবে না।
- চামড়ার স্যান্ডেল পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। তাই এ সময় চামড়ার স্যান্ডেল ব্যবহার না করাই ভালো।
- প্রয়োজনে বড় ব্যাগে করে বাড়তি জুতা, পোশাক নিয়ে বের হতে পারেন।
- সাধারণত চামড়ার ব্যাগ এ সময় ব্যবহার না করাই ভালো। পানিরোধী ব্যাগ ব্যবহার করা ভালো।
- অফিসে লকার থাকলে আগে থেকে অতিরিক্ত তোয়ালে, পোশাক ও জুতা ড্রয়ারে আলাদা করে রেখে দিতে পারেন, যেন ভিজে গেলে সহজে পরিবর্তন করতে পারেন।
- অফিসে যাওয়ার সময় যদি বৃষ্টিতে কাপড় ভিজে যায় অফিসের হ্যাঙ্গারে বা রুমের দরজার পেছনে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে কাপড়টা শুকিয়ে নিতে হবে।
- এ ছাড়া ব্যাগে সব সময় ওয়েট টিস্যু, চিরুনি, তোয়ালে, রুমাল, হালকা মেকআপ এসব আনুষঙ্গিক প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারেন। একটু ভিজে গেলে যেন রুমাল বা তোয়ালে দিয়ে মাথাটা মুছে ফেলা যায়।
- বাসায় ফেরার পথে যদি কখনো বৃষ্টিতে ভিজে কাপড় নোংরা হয়ে যায়, তবে অবশ্যই বাসায় পৌঁছে বৃষ্টিভেজা কাপড় পানি দিয়ে ধুয়ে তবেই মেলে দিতে হবে বাতাসে। যেন কোনো ধরনের ছত্রাক না পড়তে পারে।
বৃষ্টিতে ভিজে কাপড়ে যদি দাগ পড়ে
- বৃষ্টিতে ভেজা কাপড়ের যত্ন নিয়ে পরামর্শ দিয়েছেন ব্যান্ডবক্সের উৎপাদক ব্যবস্থাপক সোহেল আলম।
- সাধারণত ভেজা অবস্থায় কাপড়ে তিলা বা দাগ পড়ে। তাই ভেজা কাপড় ব্যবহারের পর কখনো দলা করে রাখা যাবে না। বরং যত দ্রুত সম্ভব ভেজা কাপড়টাকে চিপে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে।
- সাদা কাপড়ে তিলা ওঠানো যায় কিন্তু রঙিন কাপড়ে তিলা ওঠানো কষ্টসাধ্য।
- যদি কাপড়ে তিলা পড়ে যায়, তাহলে পানিতে কাপড়টা ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। তারপর চিপে নিতে হবে। এরপর সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়ে ২০ মিনিটের মতো ভিজিয়ে ব্রাশ দিয়ে ঘষে ফেলতে হবে।
- যদি কাপড়ে কোনো গাঢ় রঙের দাগ লাগে, তাহলে কাপড়টা আগে পানিতে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। এরপর তুলে পানি ঝরিয়ে আবার ভিজিয়ে রেখে দেখুন কাপড় থেকে তখনো রং উঠছে কি না। তাহলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ডিটারজেন্ট দিয়ে আবার কাপড়টা ধুয়ে ফেলতে পারেন।
- কাদার দাগ লাগলেও কাপড় একটু ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে দাগ লাগা অংশটা ঘষে নিন। তারপর ধুয়ে ফেলুন।